পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব জনাব মোসাম্মৎ শাহানারা খাতুন গত ১৭ ও ১৮ মে, ২০২৪ তারিখে যশোর জেলা সফর করেন। সফরকালে তিনি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। তিনি পল্লী জীবীকায়ন প্রকল্পের আওতায় যশোর জেলার বাঘারপাড়া উপজেলার বলরামপুর উত্তরপাড়া পল্লী উন্নয়ন মহিলা দলের সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং উঠান বৈঠকে অংশগ্রহণ করেন। পাশাপাশি তিনি দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (IRESPO) এর আওতায় নারিকেলবাড়িয়া সেবাসংঘ মাধ্যমিক বিদ্যালয়, বাঘারপাড়াতে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। তিনি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রকল্পের কার্যক্রম আরো বেগবান করতে নির্দেশনা প্রদান করেন।